স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ও মূল্যে স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন।
বুধবার বিকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, কৃষক আমজান, ভাটবাউর আড়ৎ মালিক সমিতির সভাপতি আহসান আলী খেপু, ধলেশ্বরী আড়ৎ মালিক সমিতির সাধারন সম্পাদক লাবলু মিয়া, ব্যবসায়ী আইয়ুব আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভায় বানিজ্য সচিব ড. মো: জাফর উদ্দীন বলেন, ভোক্তাকেউ দেখতে হবে, আবার কৃষককেউ বাচাতে হবে এটাকে কিভাবে সমন্বয় করা যায় এখানেই হলো আমাদের সফলতা।আশা করবো আগামীতে মানিকগঞ্জে নিত্য পণ্য সবজীসহ বিশেষ করে পিয়াজ উৎপাদন অহেতুপূর্ব অবদান রাখবে।