স্টাফ রিপোর্টার:
প্রকৌশলী জাকির হোসেনকে আহবায়ক, শহীদুর রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক এবং সোহরাব হোসেনকে সদস্য-সচিব করে জিয়া পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার ৩৩-সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডা. মো: আব্দুল কুদ্দুস এবং মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন এই কমিটির অনুমোদন করেন।
কমিটির যুগ্ন আহবায়ক পদে রাখা হয়েছে ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আতাউর রহমান, হুমায়ুন কবির, তানিয়া আজাদ, গোলাম মোস্তফা, জামাল মোল্লা, ফজলুল বারী, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মুহাম্মদ হালিমুর রহমান ডিউক। এ ছাড়া সম্মানিত সদস্য পদে রয়েছেন ডা.জিয়াউর রহমান, মো. আশরাফ, মোহাম্মদ ইউসুফ সরকার, আবুল কালাম আজাদ, জিন্নত আলী, ডাঃ মামুন হোসেন, আলমগীর হোসেন, স্বপন মিয়া, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন, কাউসার বিশ্বাস এবং সদস্য পদে রয়েছেন হারুন-উর-রশিদ, আবদুল বাতেন, আজিজুর রহমান, এস এম শহিদুজ্জামান, আমজাদ হোসেন, ওয়ালিদ খান এবং আমান উল্লাহ।
আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন জানান, বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে জিয়া পরিষদ গঠিত হয়েছে। এই সংগঠনটি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক কাজও করে থাকে। তিনি বলেন, নবগঠিত কমিটির সদস্যদের সাথে সিয়ে দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা কমিটি গঠন করা হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পেশাজীবীদের মানোন্নয়নে ইতিবাচক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।