1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

গিল-মরগানদের ব্যাটে হায়দ্রাবাদকে বড় ব্যবধানে হারাল কলকাতা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৯ বার দেখা হয়েছে

শুবমান গিল ও ইয়ন মরগানদের ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে।

জবাবে দুই ওভার বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৪৫ করে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গিল ও মরগানের অপরাজিত ব্যাটে জয় সহজ হয় কলকাতার। ওপেনার গিল ৬২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭০ করেন। আর মরগান ২৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ করেন। মাঝে নিতিশ রানা ১৩ বলে ২৬ করলেও অধিনায়ক দীনেশ কার্তিক ও ওপেনার সুনিল নারাইন শূন্য রানে বিদায় নেন।

হায়দ্রাবাদ বোলারদের মধ্যে খলিল আহমেদ, টি নাতারাজান ও রশিদ খান একটি করে উইকেট নেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মনিশ পান্ডের ফিফটিতে কোনো রকমে দেড়শ’র কাছাকাছি স্কোর পায় হায়দ্রাবাদ। পান্ডে ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫১ করেন। অধিনায়ক ও ওপেনার ওয়ার্নারের ব্যাট থেকে ৩০ বলে ৩৬ রান আসে। এছাড়া ঋদ্ধিমান শাহা ৩০ রান করেন।

কলকাতার বোলার প্যাট কামিন্স, ভারুন ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury