1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

মানিকগঞ্জে সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫৫ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :

মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা বদলিজনিত বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার রাতে সদর উপজেলা অফিসার্স  ক্লাবে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা।

মানিকগঞ্জে  যোগদানকৃতদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: জহিরুল ইসলাম আকন্দ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: মহসিন রেজা, সদর উপজেলা  সমবায় অফিসার আবদুল্লাহ আল মামুন।

বিদায়ীদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস অফিসার সাইফুল ইসলাম, ওসি মো: রকিবুজ্জামান, সমবায় অফিসার আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেনি।  আলোচনা সভা শেষে েসকলকে কেস্ট ও ফুল দিয়ে বিদায় ও বরণ করা হয়। সময় সদর উপজেলা বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury