নুসরাত জাহান তনিমা:
মানিকগঞ্জে ভিক্ষুকপুর্নবাসনের লক্ষ্যে কেস স্টাডি হয়েছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে এ কেস স্টাডি হয়। এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুকদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং দীর্ঘ সময় কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার লাভলী খানম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল বাতেন, শহর সমাজসেবা অফিসার মেহেদী মাসুদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, ভিক্ষা করা পবিত্র ইসলাম ধর্মে ও প্রচলিত আইনে নিষিদ্ধ আছে।তাই যারা সুস্থ শরীরে ভিক্ষা করছেন এটা বন্ধ করতে হবে। আর যারা কর্মক্ষেত্রে অক্ষম বা পরিবারে দেখার মতো কেউ নাই তাদেরকে গাজীপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। তাদের খাওয়া ও পড়াসহ সকল দায়িত্ব সরকার নিয়েছে।তিনি আরো বলেন,ভিক্ষুবৃত্তি বন্ধ করে যারা ক্ষুদ্র ব্যবসা বা অন্য কিছু করতে চান তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।