এস এম আকরাম হোসেন:
আসন্ন পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক,ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেলকে মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার ৭নং ওয়ার্ডের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পৌল্লী বাজারে জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের আয়োজনে মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের গ্রাম কমিটির সভাপতি দবির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী,মানিকগঞ্জ ডিভেলপার্স এসাসিয়েশেনের সভাপতি মাসুদুল কামরুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, ডা: আব্দুল করিম, জেলা ওলামা লীগের মহাসচিব ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বশির রেজা, জেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক এ্যাড: দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম, জেলা নাগরিক ও পেশাজীবী পরিষদের সহ সভাপতি হানিফ আলী,বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড: দিলীপ কুমার রাজবংশী, সাংগঠনিক সম্পাদক হাশেমআলী,মহিলা আওয়ামীলীগ নেত্রী সালমা আক্তার, মানিকগঞ্জ কেন্দ্রীয় মহিলা কমিটির সভাপতি শুভ্রা খান মজলিশ, সাধারন সম্পাদক শেখ শিরিন সোহাগ মুক্তা, ডিভেলপার্স নেতা আওলাদ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক ও পেশাবীবী ঐক্য পরিষদের মহাসচিব মো: অলিয়ার রহমান।
নির্বাচনী জনসভায় বিকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে শত শত নারী ও পুরুষ এসে জরো হয়।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র প্রার্থী সুলতানুল আজম খান আপেল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের সফল স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জের উন্নয়নের রুপকার আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপির অনুপ্রেরণায় দলের সকল নেতাকর্মীদের নিয়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলছি। আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমি মানিকগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের বিরাজিত সমস্যা, অনিয়ম,দূর্নীতি ও মাদকমুক্ত করে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং পৌরবাসীর সেবক হয়ে কাজ করে যাব।