লক্ষ্য রজার ফেদেরারের সমান রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়। আর সে লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেনে দারুণ গতিতে ছুটে চলছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ইতালির স্তেফানো ত্রাভাগলিয়াকে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতাটির সবচেয়ে সফল এই স্প্যানিশ তারকা।
প্যারিসের রোলাঁ গারোঁয় শুক্রবার ৬-১, ৬-৪, ৬-০ গেমে জেতেন ৩৪ বছর বয়সী নাদাল। এবারের আসরে এখনও কোনো সেট হারেননি নাদাল। ফলে প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল, সে সংখ্যাকে ১৩-তে নেওয়ার পথে দারুণভাবেই এগিয়ে চলছেন।
শেষ ষোলোয় এই স্প্যানিশ তারকা লড়বেন যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান কোর্ডার বিপক্ষে। তৃতীয় রাউন্ডে স্পেনের পেদ্রো মার্তিনেসকে ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারান ২০ বছর বয়সী কোর্ডা।
এদিকে পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন সর্বশেষ ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম। নরওয়ের কাস্পের রুদকে ৬-৪, ৬-৩, ৬-১ গেমে হারান এই অস্ট্রিয়ান। এদিকে চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে আজ সন্ধ্যায় কোর্টে নামবেন টেনিস নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ।
এদিকে নারী এককের শেষ ষোলোয় উঠেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। যুক্তরাষ্ট্রের টিনএজার আমান্ডা আনিসিমোভাকে মাত্র ৫৪ মিনিটে ৬-০, ৬-১ গেমে উড়িয়ে দেন ২৯ বছর বয়সী রোমানিয়ার এই খেলোয়াড়।