স্টাফ রিপোর্টার:
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ অক্টোবর) সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। এদিন সূচকের সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে আগের কার্যদিবস থেকে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৪.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১.৯৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ০.৮২ পয়েন্ট এবং সিডিএসইসি ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১৬৭৭.৬৬ এং ৯৮৫.১২ পয়েন্টে।
এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ১৭৯ কোটি ২ লাখ টাকা কম।
দিনশেষে ডিএসইতে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৫.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৩০.১৭ পয়েন্টে।