সাটুরিয়া প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির মাতা ফোজিয়া মালেকের আরোগ্য লাভের জন্য মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে এ দোয়ার মাহফিলের আয়োজন করে সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান।
মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলি নূর রতন বক্স, দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজসহ আরও অনেকে।
মিলাদ ও দোয়ার মাহফিলে স্থানীয় শিক্ষক, জন প্রতিনিধি ছাড়াও সাটুরিয়া উপজেলা ও দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মাতা ফোজিয়া মালেক দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছেন।
দোয়ার মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।