স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব সুলতানুল আজম খান আপেলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ৪নং ওয়ার্ড কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মেয়র প্রার্থী সুলতানুল আজম খান আপেল।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম, জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাগীর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান, সহ সভাপতি হানিফ আলী, কেন্দ্রীয় মহিলা কমিটির সভাপতি শুভ্রা খান মজলিশ, সহ সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক শিরিন আক্তার, সাইজুদ্দিন মুহরী, মজিবর মাতাব্বর, কলিমুদ্দিন, শাজাহান, ৪নং ওয়ার্ড কমিটির কমিটির সভাপতি বাবুল ব্যাপারী, সাধারন সম্পাদক তুষার মাতাব্বর, নবদিগন্ত পরিষদের সভাপতি সমশের আলী, সাধারন সম্পাদক আবু সালেক, যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন, মো: চাঁন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়বেটিক সমিতির কার্য্যকরী সদস্য আবু বক্কর সিদ্দিক।
সভায় বক্তারা বলেন, বিগত সময়ে আমরা যাদের ভোট দিয়ে মেয়র বানিয়েছি, তারা এলাকার রাস্তা ঘাটসহ কোন উন্নয়ন করেনি। পৌরসভার দুর্নীতি এমনভাবে বেড়ে গেছে সাধারন একটা রিক্সার লাইসেন্সের জন্য লাখ টাকা গুনতে হয়েছে। তাই এবার যে পৌরসভাকে দুর্ণীতিমুক্ত করতে পারবে আমরা এমন একটি মানুষকে বেছে নিয়েছি। সে হলো আমারদের সকলের প্রিয় আপেল ভাই। আগামী পৌরসভা নির্বাচনে এই এলাকার সকল নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে আপেল ভাইয়ের পক্ষে কাজ করবো এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবোই করব।