লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া নিয়ে গত মৌসুমে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। তবে সব বিতর্ক শেষ হয়, মেসি নিজে যখন বার্সায় আরেক মৌসুম থেকে যাওয়ার ঘোষণা দেন। তবে নতুন চুক্তি না করলে সামনের মৌসুমে মেসি চাইলে ফ্রি ট্রান্সফারে অন্য দলে যোগ দিতে পারবেন। আর সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি এখন থেকেই আগ্রহ জানিয়ে রেখেছে। তবে মেসি ক্লাব ছেড়ে চলে যাওয়াটা ভালো কিছু হবে না বলে মনে করছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেভাস।
মেসির বার্সেলোনায় থাকা কাতালান ক্লাব, মেসি এবং লা লিগার জন্য ভালো হবে জানিয়ে তেভাস বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, আমি মেসিকে সবসময় লা লিগায় দেখতে চাই। সে যদি বার্সেলোনায় থাকে, তবে সেটি ক্লাবটির জন্য অনেক ভালো হবে। বার্সেলোনা এবং মেসির মধ্যকার বন্ধন শক্ত হলে সেটি বার্সেলোনা, মেসি এবং লা লিগার জন্য ভালো।
এরপরই মেসির জন্য অনেকটা সতর্কবাণীর মতো করে বলেন, ‘আমার মনে হয় না, বার্সেলোনা ছেড়ে অন্য কোনো দলে যোগ দেওয়া মেসির জন্য খুব ভালো কিছু হবে।
নিজের দিক থেকে একটা যুক্তি দিয়ে লা লিগার সভাপতি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি চাই সে এখানে (লা লিগায়) থাকুক। ফুটবল দিয়ে ব্যবসা করার জন্য নয়। মেসি হচ্ছে এমন একটা যন্ত্র যা দিয়ে তার চারপাশে ব্যবসা করা হয়। তবে এটা আর বেশিদিন তার হয়ে কাজ করবে কিনা!’
তিনি আরও যোগ করেন, ‘শেষ পর্যন্ত মেসি থাকবেন বলে আমি বিশ্বাস করি। তবে আমরা ইতিমধ্যে বিশ্বব্যাপী আগামী চার বছরের জন্য লা লিগার টিভি স্বত্বাধিকার বিক্রি করে দিয়েছি এবং মেসি চলে গেলে কেউ আমাদের সঙ্গে চুক্তি বাতিল করবে, এমনটা কিন্তু বলেনি। কেউই না।