স্টাফ রিপোর্টার:
জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুিষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজেন এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.গোলাম মহীউদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক আরশাদ উল্লাহ, পাশার নির্বাহী পরিচালক ফরিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো: কাবুল খান।
সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস আমাদের আমাদের শিখিয়েছে সুস্থ্য থাকতে হলে বেশি বেশি করে হাত ধোতে হবে। খাওয়ার আগে আমাদের অবশ্যই হাত ধোতে হবে। কারন হাতের মাধ্যমে বিভিন্ন রোগ জীবানু ছড়ায়। সামনে শীতে করোনা সংক্রামণ বাড়তে পারে। তাই এ বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে। আমাদের সকলকে মাস্ক পড়তে হবে এবং সরকারি স্বাস্থ্যবিধি মানতে হবে।