স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাইয়ে ব্যাটারিচালিত ৪র্থ শ্রেণির ছাত্র শাহপরান হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লার লালমাই ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এবিষয়ে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল-আহসান জানান, গত ১১ সেপ্টেম্বর লালমাইয়ের বড় চলুন্ডা এলাকার ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র শাহপরান তার বড় ভাইয়ের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।
পরে লালমাইয়ের বিজয়নগর এলাকায় ডাকাতিয়া নদী থেকে তার হাত পা বাঁধা অবস্থায় শাহপরানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে শাহপরানের পিতার আবদুল মালেক লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গুরুত্ব সহকারে এই হত্যা মামলা পর তদন্তে নামে পুলিশ।