স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বক্তব্য রাখেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, প্রেসক্লাব ক্যাব মানিকগঞ্জ শাখার সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলার পাইকারী-খুচরা ব্যাবসায়ীরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, অতিরিক্ত মূল্য নির্ধারণ করে কোন পণ্য বিক্রয় করা যাবেনা।
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা মূল্য নির্ধারণের চাট টানানোর নির্দেশনা দেন। ক্রেতার কাছে পন্য বিক্রয় করার পর পণ্যের দাম উল্লেখ করে রশিদ প্রদান করতে বলে।
সেমিনারটি পরিচালনা করেন ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপ।