করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই দশকের চিত্রনায়িকা পলি। মঙ্গলবার (২৭ অক্টোবর) তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
পলি বলেন, কয়েকদিন ধরে আমার ঠান্ডা জ্বর। এরপর করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। এখন শরীর অনেক দুর্বল। কোনো স্বাদ-গন্ধ পাচ্ছি না। বাসায় চিকিৎসা চলছে। সবার কাছে দোয়া চাই।
নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম পলি। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দেন। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেন তিনি। ওই সময়ের জনপ্রিয় সব চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন পলি।
পলি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামী’। ২০১২ সালে মুক্তি পায় এটি। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।
ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।