স্টাফ রিপোর্টার:
সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলার দুই বিদ্যুৎ কেন্দ্রে প্রযোজ্য প্রায় ১১০ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা আদেশে সম্প্রতি ওই নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ১৮৯৯ সালের স্ট্যাম্প আইনের ৯ ধারা অনুযায়ী মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের মেঘনাঘাটে ৫৮৩ মেগাওয়াট গ্যাস এবং ৫৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডুয়েল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ফিনান্সিয়াল ডকুমেন্টস এবং ল্যান্ড লেইস এগ্রিমেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য স্ট্যাম্প ডিউটি বাবদ মোট ১০৯ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৩৯৯ টাকা মওকুফ করা হলো।
বাংলাদেশের বিদ্যুৎ উত্পাদনে প্রায় ২০ শতাংশ অংশগ্রহণ রয়েছে সামিট পাওয়ারের। সামিট গ্রুপ শুরু থেকেই বাংলাদেশের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বিদ্যুৎ উৎপাদন করে আসছে। তাছাড়া, জ্বালানি বাণিজ্য, বন্দর, টেলিযোগাযোগ ও রিয়েল এস্টেটে বিনিয়োগ রয়েছে তাদের।