স্টাফ রিপোর্টার:
ফ্রান্সে মহানবী (সা:) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মাওলামা মাশায়েক পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে বাসষ্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে। পরে স্থানীয় বিজয় মেলা মাঠের পাশে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব হযরত মাওলানা বশির রেজা। জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন পীরএ কামেল মাওলানা মো: নুরুল ইসলাম ফরায়েজী।অনুষ্ঠান পরিচালনা করেন মো: তানজিল আহম্মেদ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ সালাউদ্দিন,সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,হাফেজ মাওলানা ইয়ালিস আহম্মেদ,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,সাটুরিয়া ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম,শিবালয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল শেখ মাহবুবুর রহমান,মাওলানা আশিকুর ইসলাম ছানোয়ার, হাফেজ মাওলানা আনিছুর রহমান,ছাত্রনেতা মো: ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের সহযোগিতায় বাকস্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লিএবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্সকে বয়কটসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান । বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের দূতাবাস দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।এছাড়া ফ্রান্সের তৈরি সকল ধরনের পণ্য বর্জনের ঘোষনা দেন।