শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ও পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন “আমরা জাহাঙ্গীরনগর, মানিকগঞ্জ” এর সদস্যরা।
আমরাই জাহাঙ্গীরনগর, মানিকগঞ্জ এর আহ্বায়ক এস এম আসলাম রেজার সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মুজিবুর রহমান কণক, সদস্য গিরীন্দ্র কুমার রায়, জাফর ইকবাল, মাহিদুল ইসলাম মাহিসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।