হাসান চৌধুরী, শিবালয় :
আধ্যাতিক সাধক – নকশাবন্দী তরীকার পীর মানিকগঞ্জের শিবালয়ের মোঃ মজিবর রহমান (৫৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …….. রাজেউন)।
শুক্রবার দিবাগত রাত ১টায় শনিবার ঢাকার ধানমন্ডি-১৫ সংকরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিবালয়ের বোয়ালী গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ৬ পুত্র-কন্যার মধ্যে ৫ তম সন্তান পীর সাহেব মজিবর রহমান। বড় ভাই মোঃ গিয়াস উদ্দিন আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:)। পীর সাহেব মজিবর রহমান স্ত্রী, তিন কন্যা, ভাই-বোন, অসংখ্য আত্নীয়সজন সহ এলাকার ও দূর দূরান্তের মুরিদ-ভক্ত, আসেকান-জাকেরান রেখে গেছেন। মরহুম পীর মজিবর রহমান ন্যায় পরায়ন, সদালাপি, সত্যবাদী সহ সাদা মনের মানুষ ছিলেন। নিজ বাড়িতে বাদ যোহর স্বাস্থ্যবিধি মেনে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।