স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে রবি মৌসুমে কৃষি কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সদর উপজেলার গড়পাড়া, দিঘি, জাগীর, কৃষ্ণপুর, নবগ্রাম, বেতিলা, পুটাইল, ভারাবিয়া, হাটিপাড়া, পৌরসভা, আটিগ্রামসহ মোট ১১ টি ইউনিয়নে ৩ হাজার ৩শ কৃষকদের মাঝে ৩১ লক্ষ টাকার বোরো, ভুট্রা, সরিষা, সূর্যমুখীর বীজসহ সার বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আমিরুল ইসলাম, সদর কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহামুদসহ কৃষক-কৃষানীরা।