স্টাফ রিপোর্টার:
ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চালক,হেলপাড়,পথচারী,রিকসা চালক ও দোকান ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ড বণিক সমিতির সভাপতি এস আর আনসারী বিল্টু। ব্যাক্তিগত উদ্দগ্যে শনিবার সকালে ও শুক্রবার বিকালে সহস্রাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের মাঝে তিনি এই মাস্ক বিতরন করেন। মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াজুরী বাসষ্ট্যান্ড বণিক সমিতির সাবেক সভাপতি আহমেদ ইব্রাহিম যিশু,বণিক সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য আবুল বাশার বিল্লাল,মো.শফিকুল ইসলাম,রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক রিপন আনসারী,সাদেক আলী খান,স্থানীয় বা,রা,ঠা উত্তরণ সংঘের সাবেক সভাপতি গোলাম জিলানী রন্জু,সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান টিটোসহ আরো অনেকে।
দেখা গেছে,ঢাকা-আরিচা মহাসড়ক ঘেষা গুরুত্বপুর্ন মানিকগঞ্জের বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় যারা মাস্ক ব্যবহার না করে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচেছন তাদের মুখে মাস্ক পড়িয়ে দিয়েছেন এস আর আনসারী বিল্টুর নেতৃত্বে এই প্রতিনিধি দল। তারা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি মহাসড়কের বাসের চালক,হেলপাড়,রিকসা চালক এবং পথচারী যারা মাস্ক ব্যবহার করেনি তাদেরকেও মাস্ক পড়িয়ে দিতে দেখা যায়। করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক বিতরনকে ভাল উদ্দ্যগ বলে মনে করছেন এলাকার মানুষ।
বণিক সমিতির সভাপতি এস আর আনসারী বিল্টু বলেন,করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক পড়ার কোন বিকল্প নেই। কিন্ত মাস্ক ব্যবহারে এখনো আমরা অনেকটাই উদাসিন। আমরা যদি যে যার নিজ নিজ এলাকায় মাস্ক ব্যবহারে মানুষজনকে উৎসাহিত ও সচেতন করতে পারি তাহলে আমরা সবাই ভাল থাকবো। সেই উপলব্ধি থেকে আমি ব্যাক্তিগত ভাবে আমার এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ তা অব্যাহত থাকবে।