স্টাফ রিপোর্টার:
ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক যান চলাচল নির্বিঘ্ন করতে চারলেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২ ডিসেম্বর) নয়ারহাট সেতুর নির্মাণকাজ উদ্বোধন করে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সরকারি বাসভভন থেকে যুক্ত হন।
তিনি জানান, এডিবির অর্থায়নে মহাসড়কের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে বিস্তারিত নকশা প্রণয়ণের কাজ চলমান রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, ‘এক সময় রসিকতা করে বলা হতো, মরতে যদি চাও ঢাকা-আরিচা মহাসড়কে যাও। এখন সহাসড়কে দুর্ঘটনা নেই বললেই চলে। কী করেছি আমরা! খুব বেশি কিছু নয়। ১১টি দুর্ঘটনা প্রবণ স্পট বা ব্ল্যাক স্পট চিহ্নিত করে ডিভাইডার স্থাপন এবং বাঁকগুলো সোজা করে দেওয়া হয়েছে। এতেই এসেছে সাফল্য। এ ধারাবাহিকতায় আমরা পুরো দেশের ১৪৪টি ব্ল্যাক স্পট এড্রেস করেছি ।’
ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কটিকে একটি মডেল সড়কে রূপান্তর করার কথা জানান ওবায়দুল কাদের।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘নয়ারহাট সেতুটি এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। চারলেনের সেতু ছাড়াও সেতুর দুপ্রান্তে ৬-লেনের প্রায় ১ কিলোমিটার এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। নির্মাণ করা হবে ৪টি বাস-বে, ১টি ফুট ওভারব্রিজ, সেতুর নীচ দিয়ে ১টি আন্ডারপাস ও কিলোমিটারের বেশি দীর্ঘ ১টি ইউ-লুপ। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় শত কোটি টাকা ব্যয়ে দোলে নির্মিত হতে যাচ্ছে।’
সড়ক নিরাপত্তা সরকারের এখন অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে এনে সড়ক ব্যবহারকারীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার কাজ করছে অবিরাম। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাসমূহের মাঝে সমন্বয় জোরদার করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং সলিউশন এবং অ্যানফোর্সমেন্ট এর পাশাপাশি প্রয়োজন অ্যাওয়্যারনেস। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশব্যাপি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কসমূহ চারলেনে উন্নীত করার পরিকল্পনার কথা কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রায় সাড়ে চারশ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ শেষ করেছি। বর্তমানে আরও সাড়ে চারশ কিলোমিটার মহাসড়কের চারলেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে।
‘মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি আমরা এখন প্রতিটি মহাসড়কের চারলেনের সাথে অতিরিক্ত দুটি লেন দুপাশে নির্মাণ করছি ধীরগতির যানবাহন চলাচলের জন্য। এতে দুর্ঘটনা কমে আসছে এবং বাই লেন ব্যবহার করে পাশ্ববর্তী এলাকার জনমানুষের চলাচলও সহজতর হচ্ছে।
রাজধানী ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার সড়কসমূহের সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেন সেতুমন্ত্রী।
এ সময় ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দীন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবু ছাঈদ শেখ, প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম।