স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সময়ে আমিরিকা অর্থনীতিতে ১৫ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশে ৫ ভাগ এগিয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
বিশ্ববাসী আমাদের করোনকালীন সময়ের কাজের প্রশংসা করছেন। আমরা করেনা নিয়ন্ত্রণ করেছি। আগামী বছরে জানুয়ারির শেষের দিকে সব কিছু ঠিক থাকলে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪ টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠিীর কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছে সরকার। করোনা প্রতিরোধে সবাইকে সব সময় মাস্ক পড়তে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতি্ত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো.আব্দুল মান্নান,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো.আলী নূর,স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক ডা:আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা:এ.এইচ.এম এনায়েত হোসেন বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক ও ৫নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।