1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

হরিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০৮ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত  হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার ভোর ৬টা ২০ মিনিটে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে  ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
 
সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা সাংবাদিক সমিতি, আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
 
পড়ে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আজিম খান, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. বিল্লাল হোসেন, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মানিকুজ্জামান প্রমুখ। এছাড়াও, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে আলাদা কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury