স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার গ্রহণ করেছেন মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ হাছিবুল হাসান ( হাছিব) । এসময় তার পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ ( আইএফআরসি) এর গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি, ট্রেজার লুৎফর রহমান চৌধুরী হেলাল, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ, মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ- মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার প্রমূখ।