স্টাফ রিপোর্টার:
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। ২০১৮ সালের শেষের দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমাও মুক্তি পায়। সম্প্রতি এ অভিনেত্রী ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। অপেক্ষা করছেন ‘বর্ডার’ নামে আরেকটি সিনেমার ডাবিংয়ের জন্য।
অধরা খান বলেন, ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করলাম। আশা করছি, সুন্দর একটি কাজ হবে। আগামী ১৫ জানুয়ারি ‘বর্ডার’ সিনেমার ডাবিং শুরু করব, এজন্য অপেক্ষা করছি। এছাড়া কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। সবকিছু ভালো হলে সে কাজগুলো করব।
অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে ‘উন্মাদ’সহ বেশ কিছু সিনেমার কাজ। ২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি।