স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ ড্রামা সার্কেলের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান সনির বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজী আব্দুল মান্নান (৬৫) এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ ড্রামা সার্কেলের আয়োজনে পশ্চিম বান্দুটিয়ায় অত্র সংগঠনের অফিস কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্রামা সার্কেলের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মামুন, জাহাঙ্গীর আলম বিশ্বাস, ড্রামা সার্কেলের কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি এম,শহিদুল হক তপন, সাধারন সম্পাদক এ,কে এম সাইফুর রহমান শহীদ, সহ সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো: আরিফুর রহমান, অর্থ সম্পাদক বদরুল আলম বাদল, সহ প্রচার সম্পাদক এ রহিম খান (রহম), সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদক রীনা হক, সহ মহিলা বিষয়ক সম্পাদক কাকলী আক্তার, নাট্য সম্পাদক মো: নজরুল ইসলাম ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক ইমন খান, শিল্পী পৃথা আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন প্রমুখ।
মরহুমরে আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে স্থানীয় কবরস্থানে কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, গত বুধবার ভোর ৫টার দিকে মরহুমের পশ্চিম বান্দুটিয়া নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এরআগে বিভিন্ন রোগ নিয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন।