স্টাফ রিপোর্টার:
বঙ্গোপসাগরে একান্ত অর্থনৈতিক এলাকায় ট্রলারের সংখ্যা বাড়ানোর বিষয়ে ১৫টি নতুন মিড ওয়াটার ট্রলার বাড়ানোর অনুমোদন বাতিল করেছে মন্ত্রিসভা।
সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন বাতিল করে দেয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৩ সালের ২৯ জুলাই মন্ত্রিসভা বৈঠকে একটা সিদ্ধান্ত ছিল বঙ্গোপসাগরে একান্ত অর্থনৈতিক এলাকায় ট্রলারের সংখ্যা বৃদ্ধির। বঙ্গোপসাগরে সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু আহরণ, সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে ১৫টি নতুন মিড ওয়াটার ট্রলার বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো ট্রলারের লাইসেন্স পাওয়া যায়নি। পরবর্তীতে ২০১৪ সালের ২০ এপ্রিল তৎকালিন মৎস্য মন্ত্রী সিদ্ধান্ত দেন যে বটম ওয়াটার ট্রলারকে মিড ওয়াটার ট্রলার করার জন্য আদেশ দেওয়া হোক। আজকে মন্ত্রণালয়ের অনুরোধে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।