ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য ঢাকায় ৩০০টি কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আগামী ২৫-২৬ জানুয়ারি ভারত থেকে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘যেকোনো ওষুধ বা ভ্যাকসিনের সাইড ইফেক্ট (পার্শ্বপ্রতিক্রিয়া) থাকতে পারে। ওষুধের গায়ে লেখা থাকে, কী কী পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। আবার নাও হতে পারে। বিভিন্ন দেশে ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেও হয়েছে। করোনার ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে জনসাধারণকে সব ধরনের চিকিৎসা সহায়তা আমরা দেবো। করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া যেটা আছে, সেটি গুরুতর নয়। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কম। এজন্য আমি মনে করি, জনগণকে প্রস্তুত থাকতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া মেনে নিয়ে ভ্যাকসিন নিতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চার ডলার দামে সেরাম ইনস্টিটিউটের কাছে থেকে টিকা কিনছি। পরিবহন ও সংরক্ষণে যে এক ডলার খরচ, সেটাও দেওয়া হচ্ছে। আমাদের চুক্তি আছে যে, ভারত সরকার কম দামে কিনলে আমাদেরও কম দামে দেবে। বেশি দাম হলে আমরা নেবো না, আমরা কম দামেই নেবো।’
দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা সাধুবাদ জানাই, তারা একটি ভ্যাকসিন ডেভেলপ করেছে। একটি ভ্যাকসিন প্রস্তুত করতে যেসব প্রক্রিয়া অনুসরণ করতে হয়, তাদের সেগুলো অনুসরণ করতে হবে। আমাদের দেশীয় প্রোডাক্ট যদি মানসম্পন্ন হয়, আমরা সব সময় সেটি গ্রহণ করে থাকি। আমাদের কাছে যখন যে সাহায্য চাইবে, আমরা তাদের সাহায্য করবো।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ সংগঠনটির অন্য সদস্যরা।