কেন তাকে টি-টোয়েন্টির অন্যতম সেরা ওপেনার বলা হয়, আরেকবার প্রমাণ করলেন অ্যালেক্স হেলস।
ইংলিশ ক্রিকেটার শুক্রবার বিগ ব্যাশ লিগে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন। চার-ছক্কার বন্যায় হেলস মাতিয়ে রাখেন গোটা স্টেডিয়াম। তার বিধ্বংসী ইনিংসে বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে সিডনি থান্ডার। নগর প্রতিপক্ষ সিডনি সিক্সার্সের বিপক্ষে ৫ উইকেটে ২৩২ রান তোলে সিডনি থান্ডার। জবাবে ৫ উইকেটে ১৮৬ রানের বেশি করতে পারেনি সিক্সার্স।
থান্ডারের জয়ের নায়ক হেলস। ডানহাতি ওপেনার মাত্র ৫৬ বলে ১১০ রান করেন। ৯ চার ও ৮ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ১৯৬.৪৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এ ব্যাটসম্যান। শুরুটা ছিল খানিকটা নড়বড়ে। জ্যাকসন বার্ডের করা প্রথম ওভারে চারটি ডট বল দিয়েছিলেন। থিতু হয়ে স্টিভ ও’ কেফির করা দ্বিতীয় ওভারে তোলেন ১৮ রান। তার হাফ সেঞ্চুরি আসে ২৬ বলে। পরের পঞ্চাশ রান পান ২৫ বলে।
১৮ ওভারে তার তোপে পুড়েন ড্যান ক্রিস্টিয়ান। ওই ওভারে পরপর চার বলে আসে চার, ছক্কা, চার ও চার। হেলসকে দারুণ সহযোগিতা করেছেন ক্যালাম ফার্গুসন। ডানহাতি ব্যাটসম্যান ২৩ বলে ৪২ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬ ওভারে ৬৯ রান তোলেন তারা।