স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে তারা ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে। এমন জয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন কাসেমিরো ও ইডেন হ্যাজার্ড।
আলাভেসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর করে আরো একটি গোল।
আলাভেসের মাঠে ম্যাচের ১৫ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে জড়ান। ৪১ মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) হ্যাজার্ড গোল করলে ব্যবধান হয় ৩-০।
বিরতির পর ৫৯ মিনিটে আলাভেসের জোসেলু একটি গোল শোধ দেন। তবে ৭০ মিনিটের মাথায় বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করলে রিয়াল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে রিয়ালের ডাগ আউটে ছিলেন না জিদান।
এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৭ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।