সুরিয়া
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দর্শকপ্রিয় তামিল অভিনেতা সুরিয়া। রোববার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণের এই তারকা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুরিয়া লিখেন—‘আমি করোনাভাইরাসে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমার চিকিৎসা চলছে। আমরা বুঝতে পারছি, এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। এখন নিরাপত্তা ও সতর্কতা জরুরি। এই দুর্যোগে চিকিৎসকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুরিয়ার সঙ্গে নির্মাতা রাজশেকড় পান্ডানিয়ার ব্যক্তিগত বন্ধন অনেক দৃঢ়। এ নির্মাতা আরেক টুইটে লিখেছেন, ‘সুরিয়া ভাই এখন ভালো আছেন, চিন্তার কিছু নেই।’
গত নভেম্বরে মুক্তি পেয়েছে সুরিয়া অভিনীত ‘সুরারাই পোট্রু’। দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অভিনেতা আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।