এবার চশমার মধ্যেই স্মার্টফোনের সুবিধা। ছবি: সংগৃহীত
পৃথিবী প্রযুক্তির নির্ভর হয়ে গেছে অনেক আগেই। তাই পৃথিবীর সবগুলো প্রযুক্তি কোম্পানি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নতুন কিছু করার জন্য। এবার নাকি বাজারে আসতে যাচ্ছে স্মার্টফোনের সুবিধা নিয়ে ‘স্মার্ট গ্লাস’।
অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি এই চশমা তৈরির গবেষণা চালাচ্ছে। নতুন খবর হলো চীনা কোম্পানি শাওমি এই স্মার্ট গ্লাস তৈরি শুরু করেছে। এই চশমায় এআর প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, এই চশমায় ছবি ও ভিডিও দেখা যাবে, আলাদা করে রাখাও যাবে। ফোনের নোটিফিকেশন দেখা যাবে। হেডফোন ছাড়াই শোনা যাবে গান।
এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিৎসাও সম্ভব হবে বলে জানাচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সাউন্ড ও ভিজুয়াল, দুরকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।
/মহিদ