1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

দেশে টিকা নিলেন পৌনে দুই লাখের বেশি মানুষ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

সারাদেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর তৃতীয় দিন (গতকাল মঙ্গলবার) শেষে মোট ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন টিকা নিয়েছেন।

এর আগে, রোববার সারাদেশে গণটিকাদান শুরু হয়। প্রথম দুদিনে টিকা নেন ৭৭ হাজার ৬৬৯ জন। গতকাল মঙ্গলবার একদিনেই টিকা নেন ১ লাখ ১ হাজার ৮২ জন। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতেই টিকা নেন ১২ হাজার ৫১৭ জন। রাজধানীর মোট ৪৭টি হাসপাতালে এসব টিকা দেয়া হয়।

অন্যদিকে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার টিকা নেয়াদের মধ্যে ২০৭ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। এর আগে সোমবার টিকা নেয়া ৯২ জন এবং রোববার টিকা নেয়া ২১ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি।

প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দেশের এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

টিকা নিতে আগ্রহীদের www.surokkha.gov.bd- এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হচ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury