1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

অপপ্রচারে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

করোনা প্রতিরোধে কোনো অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে টিকা নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) টিকাদান কেন্দ্রে টিকা নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা। এসময় তারা এ আহ্বান জানান।

যারা টিকা নিয়েছেন তাদের মধ‌্যে রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম।

এ সময় ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের বিরুদ্ধে লড়াই করে এই টিকা এনেছেন প্রান্তিক জনগণের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে। মহামারির ভয়াল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য তিনি টিকার ব্যবস্থা করেছেন।’

টিকা গ্রহণ নিয়ে বিভিন্ন অপপ্রচারকারীদের বিষয়ে রোকেয়া সুলতানা বলেন, ‘অপপ্রচার আগেও ছিল সব কাজে। অপপ্রচার এখনো আছে। তারপরও মানুষ যেটা সঠিক সিদ্ধান্ত সেটাই মেনে নিচ্ছে আমরা মনে করি।’

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি অংশ এখানে টিকা গ্রহণ করেছে। আমাদের মধ্যে যারা জনপ্রতিনিধি আছেন, সরকারের মন্ত্রী হিসেবে আছেন তারা ইতিমধ্যে টিকা গ্রহণ করেছেন। আমরা ৭০ লাখ টিকা সংগ্রহ করেছি এবং পর্যায়ক্রমে ১৩ কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টিকা দেবেন।’

‘আমরা দেশের মানুষকেও আহ্বান জানাব, পর্যাপ্ত টিকার ব্যবস্থা রয়েছে। আপনারাও টিকাদান কেন্দ্র গিয়ে টিকা গ্রহণ করবেন।’

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘আমাদের আরও কয়েকজন নেতার টিকা গ্রহণ করার কথা রয়েছে। তারা হলেন, উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, ইনাম আহমেদ চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আজিজুস সামাদ আজাদ ডন।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury