করোনা মহামারির কারণে বিশ্ব এখন কঠিন সময় পার করছে। এই সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর আয়োজন নিয়েও নানা পরিবর্ত এসেছে।
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আগামী ২৫ এপ্রিলে হবে ৯৩তম অস্কার অনুষ্ঠান।
করোনার কারণে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো ভার্চুয়ালি আয়োজন করা হচ্ছে। তবে বুধবার (১০ ফেব্রুয়ারি) আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারকাদের উপস্থিতিতেই হবে চলতি বছর অস্কার অনুষ্ঠান। ডলবি থিয়েটারসহ একাধিক স্থান থেকে এটি সরাসরি প্রচার হবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে একজন মুখপাত্র জানান, বিশ্ব বিনোদন জগতে করোনাভাইরাসের কারণে ভয়াবহ ক্ষতি সত্ত্বেও কর্তৃপক্ষ প্রতি বছরের মতো অস্কার আয়োজন করতে চান। তবে এক্ষেত্রে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাস্থ্যবিধির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
প্রতি বছর লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে অস্কারের আসর। ৩ হাজার ৪০০ আসনের এই থিয়েটারে উপস্থিত হন বিশ্ব চলচ্চিত্রের প্রথম সারির অভিনয়শিল্পী ও নির্মাতারা। পাশাপাশি মূল অনুষ্ঠানের আগে লাল গালিচায় ফটো সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন তারা। বুধবারের এই বিবৃতিতে অনুষ্ঠানে নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া চলতি বছর সঞ্চালক কে হবেন সেটিও উল্লেখ করেননি কর্তৃপক্ষরা।