স্টাফ রিপোর্টার
স্ত্রীসহ করোনার টিকা নিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে সমাজকল্যাণ মন্ত্রী টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভয়ভীতির মধ্যে না থেকে সবার টিকা নেওয়া উচিত। উন্নত বিশ্ব যেখানে এ করোনা মোকাবিলায় পুরোপুরি সফল হতে পারেনি সেখানে প্রধানমন্ত্রী সফল হয়েছেন।
মাঠ পর্যায়ে কর্মরত সবাইকে টিকা নেওয়ার আহ্বান তিনি।
সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠীর টিকা নিশ্চিত করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলায় সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও মাঠকর্মীর মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করছি। পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরাও সেখানে এ বিষয়ে সহযোগিতা করছে।