1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

দ্রুততম একশ উইকেটের রেকর্ড মিরাজের

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

রেকর্ড হাতছানি দিচ্ছিল চট্টগ্রাম টেস্টে। অপেক্ষা দীর্ঘ হয়। তবে তর সইছিল না মেহেদী হাসান মিরাজের। তাইতো ঢাকায় উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন মিরাজ। সেটাও সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে কম বয়সে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে মিরাজ রেকর্ডের পাতায় নাম লিখালেন। দেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে টেস্ট ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করেছেন এই স্পিনার। ক্যারবিয়ান ব্যাটসম্যান সেন মোসলেকে আউট করে ক্যারিয়ারের ৪১তম ইনিংসে দ্রুততম একশ উইকেটের মালিক বনে যান তিনি। তার প্রথম উইকেট ছিল বেন ডাকেট। ৫০তম উইকেট জেসন হোল্ডার।

ঢাকা টেস্ট খেলতে নামার আগে রেকর্ড থেকে ২ উইকেট দূরে ছিলেন মিরাজ। প্রথম ইনিংসে পেয়েছেন এনক্রোমার বোনারের উইকেট। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ফিরিয়েছেন মোসলেকে। তাতেই রেকর্ডবুকে সবার উপরে তার নাম।

দেশের হয়ে প্রথম একশ উইকেট পেয়েছিলেন মোহাম্মদ রফিক। ৪৮ ইনিংসে কিংবদন্তি স্পিনার শততম উইকেটের স্বাদ পান। তার থেকে ৩ ইনিংস (৪৪) বেশি খেলে তাইজুল ইসলাম একশ উইকেটের খাতায় নাম লেখান। এ ছাড়া সাকিব আল হাসান নেন ৪৬ ইনিংসে। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই মাইলফলকে নাম লেখান মিরাজ।

১০০ উইকেটের মধ্যে ঘরের মাটিতেই মিরাজ ৭৩ উইকেট নেন। বিদেশের মাটিতে নেন বাকি ২৯টি। সর্বোচ্চ ৩৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিদেশে সর্বোচ্চ ১০টি করে উইকেট নেন শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের মাটিতে। একমাত্র দক্ষিণ আফ্রিকা ছাড়া টেস্ট খুলুড়ে সব দেশের বিপক্ষে উইকেট নিয়েছেন মিরাজ।

 

/মহিদ

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury