স্টাফ রিপোর্টার:
এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনাসৃষ্ট মাহামারির কারণে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। বিরতী ভেঙে নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই নায়িকা।
‘রণযোদ্ধা’ নামে এই সিনেমায় সাতজন নায়ককে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করবেন সাতজন নির্মাতা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সাকিব সনেট। এ প্রসঙ্গে ববি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠ ও একজন বীরাঙ্গনাকে নিয়েই তৈরি হবে সিনেমাটি। এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আশা করছি, দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।’
বিগ বাজেটের এ সিনেমার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। সাত বীরশ্রেষ্ঠর ভূমিকায় অভিনয় করবেন দেশের জনপ্রিয় সাতজন নায়ক। তবে তাদের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না প্রযোজক। তবে নির্মাতারা হলেন- কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত ও রাইসুল ইসলাম অনিক। আসছে রোজার পর ‘রণযোদ্ধা’র দৃশ্যধারণ শুরু হবে।