স্টাফ রিপোর্টার:
স্ত্রীকে নিয়ে করোনার টিকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, টিকা নেওয়ায় পর কোনো অসুবিধা হয়নি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে সস্ত্রীক ভ্যাকসিন গ্রহণের পর তাপস বলেন, ‘আমি এবং আমার স্ত্রী ভ্যাকসিন নিলাম। খুবই ভালো লাগলো।
‘কোনো অসুবিধা হয়নি এবং কোনো ব্যাথাও লাগেনি। কথা বলতে বলতেই টিকা নেওয়া হয়ে গেছে। আমাদের প্রশিক্ষিত নার্স খুবই সুন্দরভাবে এই ভ্যাকসিন দিয়েছেন।
এ সময় সবাইকে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে করে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান ঢাকার এই মেয়র।
‘আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথা সময়ে ভ্যাকসিন নিয়ে নিন। এই ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারব এবং করোনাকে জয় করব।
পরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং স্ত্রী কাজী উম্মে সালমা মহানগর জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেন।
এ সময় মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।