স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে শুরু হলো গনেশ পূজা। সোমবার বিকেলে জেলাশহরের পুলিশ ফাড়ি সংলগ্ন খালপাড়ে স্থাপিত পূজামন্ডপে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় পূজার কার্যক্রম। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে মানিকগঞ্জ জেলায় প্রথম বারের মতো আয়োজিত এই গনেশ পূজা। মানিকগঞ্জ বাজার বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি প্রভু গনেশের আশীর্বাদে বাণিজ্য সম্পদে পরিপূর্ণ হওয়ার কামনায় শ্রী শ্রী গনেশ বন্দনায় ব্রতী হয়েছে, বলে জানান আয়োজক কমিটির সদস্য নারায়ন দে। বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বাদল সাহা, সহ-সভাপতি আনন্দ কুমার সুর, সাধারণ সম্পাদক অনুপ সাহা, সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা পাপ্পা, কোষাধ্যক্ষ রঞ্জিত সাহা ছাড়াও সমিতির সদস্যরা পূজা অনুষ্ঠানকে সফল করতে নানাভাবে সহযোগিতা করেছেন। নানা বয়সী মানুষকে পূজা বন্দনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।