উৎপাদন বাড়াতে ১৯২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বাংলাদেশ থেকে সিগারেটের রপ্তানি বাড়ানোর জন্য কোম্পানিটির সাভারের কারখানায় উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটি। এজন্য ১৯২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। নিজস্ব অর্থায়ন থেকে এই বিনিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সাভারে অবস্থিত কোম্পানিটির কারখানা রপ্তানিমুখী সিগারেট উৎপাদন করতে ব্যবসা সম্প্রসারণ করছে। এই জন্য বিনিয়োগ করা হবে ১৯২ কোটি ৫০ লাখ টাকা। এই টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে।
২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস ঘোষণা করেছে কোম্পানিটি।