আজ সকাল আনুমানিক নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে টেলিভিশন নাট্যকার সংঘ।
সংঘের সভাপতি মাসুম রেজা বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই এটিএম ভাইয়ের মৃত্যুর খবর পেলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। চলচ্চিত্র এবং টেলিভিশন দুই মাধ্যমেই সফল অপরিহার্য এই শিল্পীর মহাপ্রয়াণে টেলিভিশন নাট্যকার সংঘ গভীর শোক প্রকাশ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেন, ‘আব্বা হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে এসেছিলাম। আব্বা হাসপাতালে নয়, বাসায় মারা গেছেন। আপনারা আব্বার জন্য দোয়া করবেন।’
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এটিএম শামসুজ্জামানকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট হচ্ছিল।
১৯৬১ সালে ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় তার আগমন ১৯৬৫ সালে।
‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
/মহিদ