1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সিংগাইর সদর ইউনিয়ন পরিষদে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কম্পিউটার, ফটোকপি মেশিন ও অন্যান্য মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার বিকেল ৩ টার দিকে পৌর সদরের আঙ্গারিয়া মহল্লায় নয়াডাঙ্গী এলাকার মরহুম আব্দুর রশিদের মালিকানাধীন ভাড়া নেয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আঙ্গারিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ গিয়াস উদ্দিন জানান, বিকেল ৩ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের টিনের ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে মসজিদে মাইকিং করা হয়। এ সময় এলাকার লোকজন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ৪ টি কম্পিউটার, ১ টি ফটোকপি মেশিন ও আসবাবপত্রসহ সমস্ত ডকুমেন্টস পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ইউএনও রুনা লায়লা ও এসি ল্যান্ড মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারনা।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury