জুলি ও রাহুলকে ধরতে মারুফ ও রাইসা চলে যায় সিলেটে। কাকতলীয়ভাবে ওরা গিয়ে একই হোটেলে ওঠে। পাশাপাশি রুমে ওদের মাঝে শুরু হয় ইদুর বিড়াল খেলা। চরম ঝগড়ার মাঝেই ছোট ভাইবোনকে খোঁজতে গিয়ে নিজেরাই প্রেমে জড়িয়ে পড়েন তারা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অতঃপর যা হলো’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। নাটকের গল্পে মারুফ একজন পুলিশ ইন্সপেক্টর আর রাইসা সাংবাদিক। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নাজিয়া হক অর্ষা। রোমান্টিক ঘরানার এ নাটকে আরো অভিনয় করেছেন—জিদান সরকার, ফারিয়া, সেলিম রেজা, ডা. হীরা, ডা. আমিন প্রহর সরকার প্রমুখ।
পারাবত টেলিমিডিয়া প্রযোজিত নাটকটি আগামী শনিবার (৬ মার্চ) রাত ১০টায় বেসরকারি টিভি চ্যানেল ইটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা আলী সুজন।