1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

আগামী ২৪ ঘণ্টায় ২ বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪০৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

দেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় এবং কুমিল্লা অঞ্চলের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৬ মার্চ) দুপুরে আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানান, আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টার মধ্যে দেশের দুইটি বিভাগ (সিলেট ও ময়মনসিংহ) এর দুই এক জায়গায় এবং কুমিল্লার কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

শাহিনুর রহমান আরও জানান, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury