সানি দেওল অভিনীত সিনেমা ‘গাদার: এক প্রেম কথা’। ২০ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে।
ভারত-পাকিস্তানের মধ্যে বৈরি সম্পর্কের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়ে ‘গাদার’ সিনেমাটি তৈরি। সানি দেওলের সঙ্গে এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমিশা প্যাটেল। ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমা এখনো বলিউড দর্শকের মনে গেঁথে আছে।
এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘গাদার নির্মাতারা প্লট খুঁজে পেয়েছেন এবং এর চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। সিনেমায় সানি ও আমিশা প্যাটেল গল্পের অংশ থাকবেন। তবে পরিচালকের ছেলে উৎকর্ষ, যিনি প্রথম সিনেমাতে সানি-আমিশার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। এই অভিনেতা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিনিয়াস’ সিনেমায় অভিনয় করছেন।
সিক্যুয়েল প্রসঙ্গে পরিচালক অনিল শর্মা বলেন, ‘সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে। তবে সময় মতো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বর্তমানে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বর্তমানে ‘আপনে টু’ সিনেমা নিয়ে ব্যস্ত অনিল শর্মা। এতে অভিনয় করবেন ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল, করণ শর্মা। আগামী জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। আাগমী বছর এটি মুক্তির কথা রয়েছে।
/মহিদ