স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- সিংগাইরের চর নয়াডাঙ্গী গ্রামের কাজী আয়নাল হকের ছেলে কাজী কাউছার (১৮) চর আজিমপুর গ্রামের মো. সায়েম ফকিরের ছেলে মো. হাবিবুল্লাহ ওরফে রাকিব (১৮)।
অতিরিক্ত এসপি হাফিজুর রহমান জানান, সিংগাইর থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে গতকাল বুধবার ঘটনার সঙ্গে জড়িত আরো দুই আসামিকে গ্রেপ্তার করে। তরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার বিষয়ে তারা দুজনেই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তাদের তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।
সোমবার (১ মার্চ) স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ির গানের অনুষ্ঠান শেষে রাত ১টার দিকে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে উপজেলা পরিষদের সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। মঙ্গলবার (২ মার্চ) বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।