বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা হারমান বাওয়েজা।
অভিনেতা হৃতিক রোশানের চেহারার সঙ্গে মিল থাকায় আলোচনায় এসেছিলেন হারমান। এরপর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘লাভ স্টোরি ২০৫০’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তী সময়ে দু’জনের মধ্যে প্রেমের গুঞ্জনও শোনা যায়। এছাড়া অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গেও তার প্রেমের খবর চাউর হয়েছিল।
সাশা রামচন্দানিকে বিয়ে করছেন হারমান। গত বছর ডিসেম্বরে বাগদান সারেন তারা। পেশায় নিউট্রিশন হেল্থ কোচ সাশা। ‘বেটার ব্যালান্স সেলফ’ নামে তার ইনস্টাগ্রাম পেজ রয়েছে। এতে স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে নানা তথ্য দেওয়া হয়।
সম্প্রতি হারমান-সাশার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। এই অভিনেতার বন্ধু ও অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের নানা দৃশ্য ধারণ করেছেন। একটি ভিডিওতে পরিবার ও বন্ধুদের সঙ্গে হারমানকে গান গাইতে ও নাচতে দেখা গেছে। অন্যদিকে একটি গ্রুপ ছবি পোস্ট করে রাজ কুন্দ্রা লিখেছেন, ‘হারমান সাশার বিয়ে।’
হারমান বাওয়েজার আরেক পরিচয় তিনি বলিউড পরিচালক-প্রযোজক হ্যারি বাওয়েজার ছেলে। ২০০৮ সালে ‘লাভ স্টোরি ২০৫০’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। এরপর ‘ভিক্টোরি’, ‘ডিস্কিয়া’, ‘হোয়াট ইয়োর রাশি’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন হারমান বাওয়েজা।
/মহিদ