1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

শাহজাদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কেড়ে নিল ৩ জনের প্রান

  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৪৪ বার দেখা হয়েছে

শাহজাদপুর(সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের শাহজাদপুরের নগর বাড়ী বগুড়া মহা সড়কের আলিয়া ঘাটি নামক স্থানে বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টার দিকে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই সিএনজি চালক সহ ৩ জন নিহত হয়েছে।

স্থানীয়রা জানান রাত গভীর হওয়ার কারনে বিপরীত দিক থেকে আসা ট্রাক(বগুড়া-ব-১১-১২০৯) ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়। নিহত রা সবাই শাহজাদপুর পৌর সভার বাসিন্দা।

নিহতরা তিন জন হলো ১।সাকিব(১৭),পিতা -আজগর আলী, দ্বারিয়াপুর উত্তর পাড়া, ২।আসিক(২০)সিএনজি চালক, পিতা-আমজাদ হোসেন, শক্তিপুর, ৩।রাসেদুল (২৬),পিতা -আজাদ, দ্বারিয়াপুর উত্তর পাড়া। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস লাশগুলো উদ্বার করে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করেন।

হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা শাহজাহান আলী বলেন উক্ত স্থানে রাস্তা খারাব থাকার কারণে গাড়ি মোড় নেওয়ার সময় দূর্ঘটনা টি ঘটে। উক্ত দূর্ঘটনা ও নিহতের খবর পৌর সদরে ছড়িয়ে পড়লে শাহজাদপুরের পৌর সদরে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury